বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ চাকরি হারানোদের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি হারিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ গ্রুপ-সি কর্মীরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে বলেই খবর। সোমবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন গ্রুপ-সি কর্মীদের আইনজীবী।
শনিবার দুপুর ১২টার মধ্যে গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবার শুনানির দ্বিতীয় পর্বে এই সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের আরও জানায়, শুক্রবার থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই ৭৮৫ জন। পাশাপাশি, আগের ৫৭ জনেরও চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।