আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য । বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা । রাজপথের মিছিলে মিলে মিশে যাচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকারা । কোথাও মোমবাতি নিয়ে, কোথাও কালো ব্যাজ পড়ে চলছে প্রতিবাদ । সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে 'উই ওয়ান্ট জাস্টিস' হ্যাশট্যাগ । আবার ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে 'মেয়েরা রাত দখল করো' অভিযান রয়েছে । তাতে সামিল হবেন টলিপাড়ার অভিনেত্রীরাও । পিছিয়ে নেই টলি অভিনেতারাও । কিন্তু, এই আবহে টেলি অভিনেত্রী ও নাট্যকর্মী গুলশনারা খাতুনের মন্তব্যে তোলপাড় টলিপাড়া । ইতিমধ্যেই অভিনেত্রীকে আনফ্রেন্ড করতেও শুরু করেছেন তাঁর সহকর্মী অর্থাৎ টলিউডের কলাকুশলীরা ।
ফুলকি ধারাবাহিকে ফুলকি-র মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে গুলশনারা-কে । টেলিপাড়ার জনপ্রিয় মুখ তিনি । আরজি কর কাণ্ডে সরব হন গুলশনারাও । কিন্তু, সম্প্রতি, এই ঘটনায় অভিনেত্রীর একটি ফেসবুক পোস্ট বিতর্ক তৈরি করেছে । পোস্টে তিনি লিখেছেন, "হ্যাঁ, আমি বিশ্বাস করি পুরুষ মানেই ধর্ষক হওয়ার সম্ভাবনা... আমি আবার বলছি... চিৎকার করে বলছি...যদি আপত্তি থাকে তাহলে আমাকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেবেন।" তাঁর এই মন্তব্যে সরব টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী । রূপাঞ্জনা মিত্র বলছেন, হয়তো গুলশনারা হয়তো কোনও অতীতের অভিজ্ঞতার জন্য এই তীব্র আক্রোশ প্রকাশ করেছেন, কিন্তু, এটা তিনি কখনওই বলতে পারেন না । গুলশনারা-র মন্তব্যের প্রতিবাদ করেছেন 'ফুডকা' ইন্দ্রজিৎ লাহিড়ী, তনুশ্রী থেকে অনিন্দিতা রায়চৌধুরীও ।
এদিকে, অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়েরও একটি পোস্ট ভাইরাল হয়েছে । একটি কাল্পনিক পোস্ট । যেখানে তিনি কল্পনা করেছেন, শহরে মধ্যরাত শাসন করে শুধু মেয়েরা । কল্পনা করেছেন 'সিনেমা শেষ হতে অনেক রাত হয়েছে তাই প্রেমিককে বাড়ি পৌঁছতে এসেছে প্রেমিকা... ছেলের ফিরতে রাত হয়ছে তাই মা রাস্তার মোড় পর্যন্ত পায়চারি করছে । অভিনেতা লিখলেন,'আমি তো কাপুরুষ, ভীতু, ধান্দাবাজ, ধর্ষকদের প্রতিনিধি। আমাকে যেন রাতে কোথাও বেরোতে না হয়। কারণ, রাত এখন শুধু মেয়েদের।' কেন এই পোস্ট ? এই বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর এই পোস্টের পিছনে একাধিক ভাবনা কাজ করেছে । অভিনেতা চান এমন সমাজ, যেখানে পুরুষদের জন্য সাধারণ বলে মেনে নেওয়া হয়, একজন নারীর ক্ষেত্রেও যেন তা সাধারণ বলেই মনে করা হয় । তাঁদের যেন প্রশ্ন না করা হয় । নারীদের জন্য একটা সুস্থ সমাজ চাইছেন তথাগত ।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার এই মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । ঘটনার তদন্তে পুলিশ ও হাসপাতালের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট আদালত। সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এর আগে সোমবার সোদপুরে গিয়ে এই ঘটনার তদন্তে সিবিআই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়ে তিনি জানান, তদন্তের কিনারা না হলে রাজ্যের মানুষের স্বার্থে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা হাই কোর্টের নির্দেশে আর জি করের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ।