পাকিস্তানে বাস থেকে নামিয়ে গুলি করে খুন ২৩ জন যাত্রীকে। আইসিস জঙ্গিদের কায়দায় পরিচয়পত্র দেখে বেছে বেছে গুলি করা হয়। এই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের বালুচিস্তানে।
এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের মুসাখেলে। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,রারাশামের কাছে আগে থেকেই দাঁড়িয়ে ছিল একদল সশস্ত্র যুবক। নিহতরা প্রত্যেকেই পঞ্জাব প্রদেশের বাসিন্দার। এরপ বাস ও ট্রাকগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কমপক্ষে ১০টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এএফপি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার দায় নিয়েছে বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পঞ্জাব-বালোচিস্তান হাইওয়েতে একের পর এক বাস, ভ্যান ও ট্রাক দাড় করিয়ে হত্যালীলা চালায় জঙ্গিরা। ৩০-৪০ জন সশস্ত্র জঙ্গি ছিল বলে জানা গিয়েছে। প্রত্যেকটি গাড়ির আরোহীদের পরিচয়পত্র দেখে দেখে গুলি করা হয়।
বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনরা গত কয়েকবছর ধরেই বিভিন্ন হামলা চালিয়েছে। গত ১১ এপ্রিল, বালোচিস্তানের নৌশিকি সিটিতে একই রকম ভাবে হামলা হয়। এই সন্ত্রাস হামলায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শেরিফ।