অন্যান্য বছরের থেকে এবারের মার্চ মাসটা খানিক আলাদা। প্রবল উত্তাপে অতিষ্ট হওয়ার বদলে, এখন ফ্যান চালালেই ঠান্ডা লেগে যাওয়ার জোগাড় হচ্ছে। এর মধ্যেই, বৃহস্পতিবার শহর পেল শিলাবৃষ্টির আমেজ।
দুপুরের দিকে গরম থাকলেও, বেলা বাড়তেই নিউটাউন-সল্টলেক সহ ভাঙড়, ক্যানিং-য়ের একাধিক জায়গায় বৃষ্টির সঙ্গে পড়েছে মুঠো মুঠো শিলা। সঙ্গে সঙ্গে শহরের তাপমাত্রাও এক ধাক্কায় কমে গিয়েছে বেশ খানিকটা।
Hasnabad News: ছাত্রীদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়ায়।