একজন কাঠের মিস্ত্রির কথায় টলিউডের নামী পরিচালকের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। আবার অন্য একটি ছবিতে এক ব্যবসায়ীর হাত ধরে অভিনয় করার সুযোগ আসে। মোট ৩টি ছবিতে অভিনয় করেছেন হৈমন্তী।
শুধু তাই নয়, নিজের বিনোদন সংস্থাও খুলে ফেলেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। টলিউডে কাদের কাদের সঙ্গে যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা করছে সিবিআই। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের অনুমান তাঁর বিনোদন সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হয়েছে। সূত্রের খবর, হৈমন্তীর ওই সংস্থার ঠিকানা বেহালার রামমোহন রায় রোডে। এই সংস্থার মালিকানা আছে আরমান গঙ্গোপাধ্যায় ওরফে গোপাল দলপতির নামে। ২০২১ সালে অগাস্ট মাসে সংস্থাটি তৈরি হয়। এই সংস্থার মালিকানায় বিশ্বনাথ গাইন নামে এক ব্যক্তিরও নাম আছে।
আরও পড়ুন: চক্রাকারে লেনদেন ! গোপালের অ্যাকাউন্টে হৈমন্তী নামের হদিশ, দাবি সিবিআইয়ের
সিবিআই গোয়েন্দাদের অনুমান, এসএসসি দুর্নীতির বিপুল টাকা বিনোদন সংস্থার মাধ্যমে পাচার হয়েছে। ওই সংস্থার মধ্যে হৈমন্তীর কিছু গানের ভিডিও তৈরি হয়েছে। কোনও ছবির প্রযোজনা করেছে কিনা, তা খতিয়ে দেখছে সিবিআই।