খাস কলকাতায় পণের দাবিতে অত্যাচারের জেরে গৃহবধূর আত্মহত্যা। এর জেরে উত্তেজনা ছড়ায় হরিদেবপুর থানা এলাকার কৈলাশ ঘোষ রোড এলাকায়। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় হরিদেবপুর থানা এলাকার একটি আবাসনের ঘর থেকে মাম্পি দাস নামক ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরেই গ্রেফতার করা হয় মৃতও গৃহবধূর নন্দাই। তবে তরুণীর স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্যরা গা ঢাকা দিয়েছে বলেই খবর।
তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মাম্পিকে নানাভাবে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। পণের (Dowry) দাবিতে লাগাতার শারীরিক নির্যাতন চালানো হত মাম্পির উপর। শ্বশুরবাড়ির লোকেদের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষপর্যন্ত আত্মঘাতী হয় ওই তরুণী। যদিও তাঁদের মেয়েকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তরুণীর পরিবারের।
আরও পড়ুন- Mumbai News: মায়ের লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, অন্তঃসত্ত্বা নাবালিকা
মাম্পির পরিবারের দাবি, দু’ বছর আগে ফেসবুকে প্রণয় চন্দ্র নামক এক যুবকের সঙ্গে আলাপ হয় ওই তরুণীর। প্রণয়কে বিয়ে করারা কথা জানালে বাড়ি থেকে রাজি না হওয়ায় বাড়িতেও জানান তাঁরা। কিন্তু পরিবারের লোকেরা রাজি ছিলেন না এই বিয়েতে। এরপরই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন মাম্পি-প্রণয়। এমনকি, বিয়েতে নিজেকে ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দেয় প্রণয়। পরবর্তীকালে মাম্পির বাড়ির লোকেরা জানতে পারেন, প্রণয় আদৌও ব্যাঙ্কে কাজ করেন না।