পল্লবী, বিদিশার পর এবার মঞ্জুষা নিয়োগী (Manjusha Neogi)। আরও এক অভিনেত্রীর রহস্য মৃত্যু। শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে মঞ্জুষার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মঞ্জুষার পরিবারের দাবি, বান্ধবী বিদিশার আত্মহত্যার পর থেকেই অবসাদ (Depression) গ্রাস করেছিল তাঁকে।
পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন মঞ্জুষা। টলিউডে দীর্ঘদিন ধরে মঞ্জুষা কাজ করছেন। টিভি সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। তাঁর পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে পাটুলিতে পৈত্রিক বাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবার তাঁর ফটোশ্যুট ছিল। সে দিন তাঁর স্বামী তাঁকে নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষা যায়নি। তাঁর মা জামাইকে বলেন, কিছু দিন মেয়ে বাপেরবাড়িতে থাকবে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তার পর থেকেই নাকি তিনি অবসাদে ভুগতে থাকেন। মঞ্জুষার মায়ের দাবি, তাঁর মেয়ের পল্লবীর সঙ্গেও যোগাযোগ ছিল । বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তাঁর বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ
উল্লেখ্য, মাসের শুরুতে গড়ফার ফ্ল্যাটে উদ্ধার হয় ২৫ বছরের টেলি অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) ঝুলন্ত দেহ। ঘটনার ১৫ দিনের মধ্যে ২১ বছরের মডেল বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়ায়। ৪৮ ঘণ্টাও কাটেনি, এরই মধ্যে শহরের বিনোদন দুনিয়ার আরও এক তরুণীর মৃত্যু।
অনুভবের সাদা-কালো পোট্রেট এঁকে উপহার দিতে চেয়েছিলেন বিদিশা