হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের রহস্যমৃত্যুতে ধুন্ধুমার। দেহ উদ্ধার হতেই ক্ষোভ ফেটে পড়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা। অভিযুক্ত বান্ধবীর বাড়িতে ভাঙচুর তাঁর বন্ধু ও স্থানীয় বাসিন্দাদের। এর আগে পুলিশি গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ করেন বন্ধুরা। রাস্তা অবরোধ করেও বিক্ষোভ চলে।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মাগুরপুকুর পুলিশ ক্যাম্পের পাশে উদ্ধার হয় এক যুবকের দেহ। অয়নের পরিবারের লোক সেই দেহ শনাক্ত করেন। পুলিশ সূত্রে খবর, শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের দাবি, দশমীর দিন মগরাহাটে অয়ন তাঁর বান্ধবীর বাড়িতে যান। তার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। অভিযুক্ত বান্ধবী ও তার পরিবারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু অয়নের পরিবার ও বন্ধুদের দাবি, জনরোষের হাত থেকে ওই পরিবারকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ।
দশমীর রাতে মগরাহাটে বান্ধবীর সঙ্গে দেখা করতে যান অয়ন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অয়ন মণ্ডলের মা জানিয়েছেন, দশমীর দিন ওই বাড়ি থেকে ডাকা হয় তাঁর ছেলেকে। অয়নের বান্ধবীর মা ফোন করে ডাকে তাঁকে। বন্ধুদের দাবি, দশমীর দিন রাতে তাঁদের সঙ্গে কথাও হয়েছে অয়নের। পুলিশ তদন্তে নেমেছে। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।