এখনও দেবী দুর্গার (Durga Puja 2023) বোধন হয়নি। কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় দেখে তা বোঝার উপায় নেই এক্কেবারে। তৃতীয়া, চতুর্থীর ভিড়ের জেরেই থমকে গিয়েছিল শহরের যান চলাচল।
পঞ্চমীতে (Panchami) সেই ভিড়ের চাপ আরও বাড়তে বলেই আশঙ্কা। যার জেরে দুপুরের পর থেকে শহরের একাধিক রাস্তায় বাড়তে পারে যানজট। বাড়তি এই যানজট মোকাবিলা করতে আগাম প্রস্তুতি সেরে রাখছে কলকাতা পুলিশও।
যানজট মোকাবিলা করতে পুজোর ক'টা দিন কোনও রকম রাজনৈতিক মিটিং-মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, চতুর্থীর ভিড়ের থেকে পঞ্চমীর ভিড় আরও বেশি হবে বলে আশঙ্কা ।
আরও পড়ুন - নবমী, দশমীতে বৃষ্টি, পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া ?
তাই, দুপুরের পর থেকেই উত্তর কলকাতার হাতিবাগানমুখী রাস্তায় এবং দক্ষিণ কলকাতায় গড়িয়াহাটমুখী রাস্তাগুলির যান চলাচলের গতি স্লথ হয়ে যেতে পারে।