রাজ্যের প্রাথমিক ও উচ্চশিক্ষা দফতরে নিয়োগে দুর্নীতির অভিযোগ আগেই ছিল। এবার দমকল বিভাগের নিয়োগেও বেনিয়মের অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে দমকল বিভাগের ১৫০০ নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে ১৫০০ ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয়। ফলপ্রকাশের পর অভিযোগ ওঠে, প্রশ্নপত্রে ভুল ছিল। এমনকী স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপণের প্রশিক্ষণের শংসাপত্রে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ পাওয়া যায়, তা দেওয়া হয়নি বলে অভিযোগ। সাধারণ চাকরিপ্রার্থীকে তফসিলি কোটায় চাকরি দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন: লোহার রড দিয়ে কুকুর এবং মনিবকে ভয়ানক মার পড়শির, ভয়াবহ দৃশ্যে শিহরিত সোশ্যাল মিডিয়া
এই অভিযোগ নিয়েই স্যাটের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। কিন্তু সেখানে আর্জি খারিজ করা হয়। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে নিয়োগের ওপর এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট।