কেন তিনি গ্রেফতার ? এই প্রশ্নের উত্তর তিনি নিজেও জানেন না। সোমবার আদালতে ঢোকার মুখে এমনটাই দাবি নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় গ্রেফতার তাপস মণ্ডল। রবিবার মানিক ঘনিষ্ঠ তাপসকে গ্রেফতার করেছে সিবিআই। এদিন আদালতে ঢোকার আগে তাপসের দাবি, কোনও প্রভাবশালী তাঁকে ফাঁসিয়েছেন। তবে কে সেই প্রভাবশালী, তা স্পষ্ট করেননি বাম আমলে চিটফাণ্ডে গ্রেফতার এই তাপস মণ্ডল। একইসঙ্গে এদিন তাপস জানিয়েছেন, তিনি টাকা নেননি। টাকার দাবি জানিয়ে ছিলেন।
রবিবার জেরার জন্য ডেকে পাঠিয়ে তাপসকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় তিন ঘণ্টা জেরার পর তাপসকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, তাপসের কথায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। শুধু তাপস মণ্ডল নন, এই ঘটনায় নীলাদ্রি ঘোষ নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে নিজেদের চার্জশিটে তাপস মণ্ডলের নাম উল্লেখ করেছিল ইডি।
তবে রাজ্যের শিক্ষামহলের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতির ঘটনায় তাপসের গ্রেফতারি নতুন দিশা দিতে পারে। কারণ, তাপসের গ্রেফতারির ফলে আরও প্রভাবশালীদের নাম উঠে আসতে পারে। এরআগে হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছিলেন এই তাপস মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতেই।