কোথায় বন্দি মুক্তি কমিটি ? গ্রেফতারির ঠিক এক বছরের মাথায় ফের এই প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। গত বছরের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সোমবার আদালতে হাজিরার আগে, পার্থর অভিযোগ, গত এক বছর বিচারের নামে তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে। এই ব্যাপারে বন্দিমুক্তি কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নিয়োগ দুর্নীতির তদন্তে গত বছর ২২ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। দীর্ঘ জেরার পরেই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। গত একবছর বার বার আদালতে এসে একাধিকবার এই অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন : জেলেই এক বছর কাটালেন অর্পিতা মুখোপাধ্যায়, মেয়ে ঘরে ফিরবে, আশা মায়ের
তবে সোমবার আদালতে হাজির হয়ে পার্থর সুর ছিল একটু চড়া। চোখে মুখে ধরা পড়েছিল বিরক্তি। এদিন মূলত বন্দিমুক্তির কমিটির দিকেই তিনি অভিযোগের আঙুল তোলেন। তিনি জানান, কেন এই ব্যাপারে কমিটি উদ্যোগী নন, তা সুজাত ভদ্রই বলতে পারবেন। পাল্টা পার্থর অভিযোগ উড়িয়ে দিয়েছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।