ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত (Dengue Malaria) নিয়ে এবার বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। শনিবার রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির (Private Hospital) সঙ্গে বৈঠক করেন তিনি। সরকারি নির্দেশিকা মেনে রোগীদের চিকিৎসা ও বেসরকারি হাসপাতালে খরচের লাগাম টানতেও বলা হয়েছে।
রাজ্যে ক্রমেই ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। এরই মধ্যে ডেঙ্গির উপসর্গ বদলেছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এদিন বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ডেঙ্গি-ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই স্বাস্থ্য দফতরকে জানাতে হবে। এই নিয়ে পোর্টালও তৈর্ করেছে রাজ্য। স্বাস্থ্য দফতরের সেই ওয়েবসাইটের মাধ্যমে দৈনিক পরিসংখ্যান জমা দিতে হবে। ডেঙ্গি বা ম্যালেরিয়ার উপসর্গ দেখা দিলে এলাইজা, এনএস১ পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রণের কোনও প্রয়োজন নেই। খরচও সাধ্যের মধ্যে রাখতে হবে। যথেচ্ছ বিল করা যাবে না।
আরও পড়ুন: চতুর্থী থেকেই টালা ব্রিজে শুরু যান চলাচল, উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী
সূত্রের খবর, বেসরকারি হাসপাতালের বৈঠকেও রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকার উপরই জোর দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতর জানিয়েছে, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু পর্যন্ত ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ চলবে রাজ্যে। শুক্রবার রাজ্যে একদিনে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৫৮৪ জন। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।