একটা নতুন শুরু, একটা নতুন বছর। আর বাঙালির পায়ের তলায় তো সর্ষে, নতুন বছরে কী আর ঘরে থাকা যায়? নতুন বছরের প্রথম দিনেই আলিপুর চিড়িয়াখানায় কাতারে কাতারে মানুষের ভিড়। হালকা শীতের মেজাজে আশেপাশে চলছে দেদার পিকনিকও।
একে নতুন বছর তায় আবার রবিবার। এই শনি-রবিবার শুধু চিড়িয়াখানাই নয় তিলোত্তমার অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিতেও দেখা গিয়েছিল উপচে পড়া ভিড়। গত ১৮ ডিসেম্বর আলিপুর চিড়িয়াখানায় দর্শকের সংখ্যা ছিল ৭৮,৬২৬, এটিই ছিল রেকর্ড ভিড়। নতুন বছরের প্রথম দিনেই সেই রেকর্ড ভাঙে কীনা এখন সেটাই দেখার।
শহরের রাজপথে উৎসবমুখর বাঙালিদের ভিড় । ধর্মতলা, ময়দান টু রবীন্দ্রসদন, পার্ক স্ট্রিট...কিংবা চিড়িয়াখানা সব জায়গায় সেলিব্রেশন চোখে পড়ছে । সকাল সকালে ভিক্টোরিয়ার (Victoria Memorial) সামনে দেখা গেল থিকথিকে ভিড় । টিকিট ও বিকোচ্ছে নাকি হুড়মুড়িয়ে।