নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে 'প্রভাবশালী' প্রসঙ্গ খুঁজে পেল ইডি। ইডি সূত্রে খবর, জেরায় শান্তনু দাবি করেছেন, কয়েকজন প্রভাবশালীর নির্দেশে এই কাজ করেছেন তিনি। শান্তনুর অভিযোগ, কুন্তলকে নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেন সেই প্রভাবশালী নেতা।
শান্তনু কাদের প্রভাবশালী বলেছেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শান্তনুর অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকার বেশি পাওয়া গিয়েছে। ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ২০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই টাকা কোথা থেকে এল, তা তদন্ত করে দেখবে ইডি।
গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেরা করার পর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এর আগে কুন্তল ঘোষকেই 'মাস্টারমাইন্ড' বলে উল্লেখ করেন শান্তনু। শুক্রবার শান্তনুর অভিযোগ অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছেন কুন্তল।