নিয়োগ দুর্নীতির তদন্তে ফের নয়া মোড়। এবার গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টের নথিতেও হৈমন্তী নামের হদিস। এমনটাই দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র থেকে জানা গিয়েছে, এমনভাবে টাকার লেনদেন হয়েছে, যা দেখে চমকে যেতে হচ্ছে। কারণ এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা ঘুরে সেই অ্যাকাউন্টেই ফেরত এসেছে। এবং সেই অ্যাকাউন্টের নমিনি ওই ব্যক্তি নিজেই। ওই সূত্রে আরও দাবি, গোপালই যে আরমান, তা নিশ্চিত। দুটি নামেই প্যানকার্ড রয়েছে।
এই ঘটনায় হৈমন্তীর নাম উঠে আসতেই শুরু হয় গোপালের অ্যাকাউন্টের খোঁজ। সেই সূত্র ধরেই সিবিআই দাবি করে, হৈমন্তীর অ্যাকাউন্ট থেকেই প্রথম টাকা গিয়েছিল একটি বেসরকারি কোম্পানির অ্যাকাউন্টে। ওই সংস্থার মালিক গোপাল ওরফে আরমান। বেসরকারি কোম্পানির অ্যাকাউন্ট ঘুরে সেই টাকা চলে যায় গোপালের ব্যক্তিগত অ্যাকাউন্টে। সিবিআইয়ের দাবি, যে বেসরকারি কোম্পানির অ্যাকাউন্টে প্রথমে টাকা গিয়েছিল, সেই অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ প্রথম গোপাল দলপতির নাম সামনে এনেছিলেন। বৃহস্পতিবার হৈমন্তীর নাম সামনে এনে বোমা ফাটিয়েছিলেন কুন্তল। কুন্তল দাবি করেন, হৈমন্তী গোপালের স্ত্রী। গোপাল, অর্থাৎ আরমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতেও ‘হৈমন্তী’ নামের হদিস পেলেন তদন্তকারীরা।