কলকাতা ও বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত পুলিশের। এবার এই নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর নির্দেশ, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা করতে হবে।
এর আগে কলকাতা পুরসভা শহরের সব হুক্কা বার বন্ধ করার জানায়। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, রেস্তরাঁ কর্তৃপক্ষকে হুক্কা বার বন্ধের অনুরোধ করা হয়েছে। অনুরোধে কাজ না হলে বা গোপনে চালালে, পুলিশ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। নিয়ম ভাঙলে রেস্তরাঁর লাইসেন্স নবীকরণ হবে না বলেও জানান মেয়র।
আরও পড়ুন: সূত্র গোপন রাখতে পারবেন না সাংবাদিকরা, জানিয়ে দিল আদালত
এরপর বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তও হুক্কা বার বন্ধের জন্য বিধাননগর পুলিশ কমিশনারেটকে চিঠি দেন। এরপরই পুরসভা ও পুলিশের এই পদক্ষেপ নিয়ে হাই কোর্টের দ্বারস্ত হন কয়েকজন রেস্তরাঁ মালিক। তাঁদের দাবি, পুরসভার আইনে হুক্কা বার বন্ধের বিষয়ে কিছু বলা নেই।