কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নজরদারিতেই হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার তদন্ত। সিবিআই-কে SIT গঠনের নির্দেশ দিল আদালত। বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন সিবিআইয়ের (CBI) কলকাতার এক যুগ্ম অধিকর্তা। বুধবার এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত SIT-এর আধিকারিককে বদলি করতে পারবে না সিবিআই।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য পুলিশ, সিআইডির ওপর তদন্তে ভরসা রাখতে পারেননি। কিন্তু মঙ্গলবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৩০ জন, সেঞ্চুরি কলকাতার, গত ২৪ ঘণ্টায় মৃত ১
এদিন হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এই রাজ্যের শিক্ষা ক্ষেত্রে খুব খারাপ সময় যাচ্ছে। এতগুলো সিবিআই তদন্তের নির্দেশ দিলাম, জানি না মুখ্যমন্ত্রীর কাছে কোনও বার্তা পৌঁছেছে কিনা।" এরপরই তিনি বলেন, "সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও গত সাত মাসে কিছু হল না। এই দেশে কিছু পাল্টাবে না। গতকাল থেকেই মনে সন্দেহ হচ্ছে, সিবিআই আদৌ কিছু করতে পারবে কিনা। বরং সিটকে দিলে ভাল হত। সিবিআইয়ের ম্যান পাওয়ার নেই।" সব তদন্তের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন বিচারপতি।