প্রাথমিকে নিয়োগ (TET) দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) সওয়াল জবাবের সময় জেরবার হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা। প্রাথমিক নিয়োগের টেটে ২৭৩ জনকে ১ নম্বর করে বেশি দেওয়া হয়েছিল বলে আদালতে স্বীকার করেছে পর্ষদ। এদিন হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, কীসের ভিত্তিতে ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ওই ২৭৩ জনের নম্বর বাড়ানো হয়েছিল।
এদিন আদালত প্রাথমিক পর্ষদের কাছে জানতে চায়, প্রশ্ন ভুল থাকার জন্য যখন পরীক্ষার্থীদের ১ নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তা সমস্ত পরীক্ষার্থীর ক্ষেত্রে হয়নি কেন? হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানতে চান, প্রশ্ন ভুল থাকলে কৃতকার্য ও অকৃতকার্য- প্রত্যেক পরীক্ষার্থীর নম্বর বাড়ানো উচিত ছিল। কিন্তু কেন এই বৈষম্য করা হয়েছে!
আরও পড়ুন: উপনির্বাচনে রক্ত ঝরল ত্রিপুরায়, বিরোধীদের পাশাপাশি আক্রান্ত সংবাদমাধ্যমও
TET দুর্নীতি নিয়ে মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই রায় দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলাই ডিভিশন বেঞ্চে ওঠে। বিচারপতিদের প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা জানান, আইন মেনে শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীদের বাড়তি নম্বর দেওয়া হয়েছে। কিন্তু আদালত পাল্টা জানতে চায়, কোথাও কি বলা হয়েছিল যে যারা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকেই নম্বর দেওয়া হবে! আগে থেকে কি কোনও বিজ্ঞপ্তি দিয়েছিল পর্ষদ। আদালতের এই প্রশ্নের উত্তর দিতে পারেননি আইনজীবীরা।