কেন্দ্রীয় গোয়েন্দারা কুন্তল ঘোষকে নির্যাতন করছেন বলে অভিযোগ করেন। নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার সিঙ্গল বেঞ্চকেই দায়িত্ব দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
কুন্তলের অভিযোগ সংক্রান্ত মামলা এর আগে ওঠে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে। নিম্ন আদালত জানায়, কুন্তল ঘোষের অভিযোগ খতিয়ে দেখতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্ত হয় ইডি ও সিবিআই। সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, এই তদন্ত চালানোর কোনও প্রয়োজন নেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কুন্তল ঘোষ। ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চকেই শুনতে হবে সব অভিযোগ।
আরও পড়ুন: খড়গপুর IIT থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা