অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা (CU Exam 2022)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চের। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, পরীক্ষার্থীদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তা পরীক্ষা নিয়ামকের কাছে জানাতে হবে। অনলাইনে পরীক্ষার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন ক্লাস হয়নি, সিলেবাস শেষ হয়নি। পড়াশোনা অনলাইনে হচ্ছে। তা হলে পরীক্ষাও অনলাইনে করতে হবে। এনিয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল। এ নিয়েই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রায় দিয়েছে।
আরও পড়ুন: লেটারহেডে প্রাইমারির চাকরির সুপারিশ, অভিযুক্ত তিন তৃণমূল বিধায়ক
অনলাইন পরীক্ষার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও একই দাবিতে আন্দোলন করেছিল।