দমকল বিভাগে অপারেটর নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। এবার সেই মামলায় স্থগিতাদেশের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল কলকাতা হাই কোর্ট।
সোমবার হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্তপালের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশন নির্দিষ্ট সময় হলফনামা জমা দিতে পারেনি। তাই ওই মামলায় স্থগিতাদেশ আরও বাড়ানো হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
সোমবার পিএসসির আইনজীবী প্রদীপ রায় আদালতকে জানান, গত শুনানিতে এই নিয়োগ মামলার ওপর স্থগিতাদেশ দেওয়ায় পিএসসির প্যানেল থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ১০ বছর পাবলিক সার্ভিস কমিশনের হয়ে মামলা লড়ছেন তিনি।
আরও পড়ুন: মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার, আংশিক ব্যাহত পরিষেবা
প্রসঙ্গত, দমকল বিভাগে অপারেটর পদের জন্য দেড় হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন। ২০১৮ সালে লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষাও হয়। নিয়োগে অনিয়ম হয়েছে, এই অভিযোগে রাজ্য ট্রাইবুনালে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। পরে মামলাটি হাই কোর্টে আসে।