শনিবার দুপুর ১২টার মধ্যে গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার শুনানির দ্বিতীয় পর্বে এই সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় হাই কোর্ট। আদালতের নির্দেশ, শুক্রবার থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই ৭৮৫ জন। আগের ৫৭ জনেরও চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার গ্রুপ সি পরীক্ষায় ওএমআর শিট বিকৃত হয়েছে, এই নিয়ে একটি মামলা ওঠে হাই কোর্টে। সেই মামলার শুনানিতে সুপারিশপত্র ছাড়া নিয়োগ করা হয়েছে, এমন ৫৭ জনের প্রার্থী তালিকা ২ ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই সেই তালিকা প্রকাশ করে এসএসএসি।
আরও পড়ুন: ২ ঘণ্টা সময় দিয়েছিল হাই কোর্ট, তড়িঘড়ি ৫৭ জন গ্রুপ সি কর্মীর তালিকা প্রকাশ এসএসসির
আদালত জানিয়েছে, স্কুলের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এই প্রার্থীরা। তবে বেতন ফেরতের বিষয়ে কোনও নির্দেশ দেননি তিনি। বিষয়টি আদালত পরে বিবেচনা করবে।