নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হেফাজতের রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, "পার্থকে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে?" যে সব মামলায় পার্থের নাম নেই, তার অবস্থান কী! ইডির আইনজীবী পাল্টা দাবি করেছেন, সঠিক পথে তদন্ত এগোচ্ছে। আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে ইডি। সোমবার জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন তিনি। আদালতে ইডি জানায়, এক 'মিডল ম্যান'-এর কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেগুলি এখনও তদন্তের আওতায় আসেনি। সঠিক পথে তদন্ত চলছে।
এদিকে পার্থের আইনজীবীর সওয়াল, অর্পিতা চট্টোপাধ্যায় এখন সমস্ত টাকার দায় পার্থ চট্টোপাধ্যায়ের উপর চাপিয়েছেন। নিজে সব অভিযোগ থেকে নিষ্কৃতী পেতে চাইছেন।