২০২১ বিধানসভা নির্বাচনের আগেই দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, এই প্রকল্পের আইনি বৈধতা নেই। ২০১৩ সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলে দাবি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। রাজ্য সরকারকে এই প্রকল্প খারিজ করতে হবে বলে জানাল আদালত।
এই প্রকল্পের বিরোধিতা করে হাই কোর্টে একটি মামলা করেছিলেন কিছু রেশন ডিলার। সিঙ্গল বেঞ্চে সেই মামলার আবেদন খারিজ হয়ে গিয়েছিল। এরপরই ডিভিশন বেঞ্চে যায় সেই মামলা। মামলাকারীদের দাবি, শুধু কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের হাতে ক্ষমতা দেয়। পণ্য উৎপাদন, সরবরাহ ও বিতরণ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকতে পারে। নিষিদ্ধ করার ক্ষমতাও থাকে কেন্দ্রের হাতে। এক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে কোনও ক্ষমতা দেয়নি। তা সত্ত্বেও এই প্রকল্প শুরু করেছে রাজ্য। তাঁদের দাবি, এই প্রকল্প অসাংবিধানিক। বুধবার বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, 'দুয়ারে রেশন' প্রকল্পের কোনও আইনি বৈধতা না থাকায়, তা খারিজ করতে হবে।
আরও পড়ুন: জালিয়াতি রুখতে কড়া কেন্দ্র, ১০ হাজার টাকা তুলতেও পোস্ট অফিসে হবে গ্রাহক যাচাই
সিঙ্গল বেঞ্চের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্য। কিন্তু বুধবার দুয়ারে রেশন নিয়ে হাই কোর্টের পর্যবেক্ষণে রাজ্য সরকার ফের ধাক্কা খেল মনে করা হচ্ছে ।