পঞ্চায়েত নির্বাচন নিয়ে চলতি বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনারকে বেনজির বার্তা আদালতের। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, রাজীব সিনহা ভোট সামলাতে না পারলে যেন রাজ্যপালের কাছে যান। প্রয়োজনে রাজ্যপাল নতুন কাউকে দায়িত্ব দেবেন। এমনই জানিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
গত ১৩ জুন হাই কোর্ট রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। হাই কোর্টের ১৫ জুনের নির্দেশে বলা হয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে। বাহিনী আনতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। বুধবার হাই কোর্ট আদালতে জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সব এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও ভর্ৎসনা করে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
এদিন একটি মামলার শুনানিতে কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আনার অভিযোগ ও পাশাপাশি আদালত অবমাননার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই এমন মন্তব্য করেন প্রদান বিচারপতি।