১০৮টি পুরসভা নির্বাচনে (Municipal Election 2022) কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হবে কিনা, তার সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১২ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনে কোনও রকম অশান্তি হলে তার দায় নিতে হবে কমিশনকেই। যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হয়, তার কারণও দেখাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বিজেপির (BJP) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে মামলায় এমনই রায়ঘোষণা কলকাতা হাইকোর্টের। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে বিজেপি।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল বিজেপি। সেই নিয়ে নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। কমিশন যদি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত না নেয়, তবে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাওয়ার পরিকল্পনা করছে বিজেপি। এই বিষয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা শুরু করেছে। কথা হয়েছে আইনজীবীদের সঙ্গেও। বুধবার হাইকোর্ট রায়ঘোষণার সময় জানিয়েছে, রাজ্য পুলিশের ডিজি, আইজি ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নিয়ে বৈঠক করতে হবে কমিশনকে। ১০৮টি পুরসভায় কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখতে হবে। যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে।
আরও পড়ুন: আনিস খান হত্যার প্রতিবাদে রাতভর জেগে যাদবপুর-প্রেসিডেন্সি-কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা হাইকোর্টের নির্দেশ, প্রত্যেক পুরসভায় এখজন আইপিএস অফিসারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। এর সঙ্গে নির্বাচনের প্রত্যেক ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে নির্বাচন কমিশনকে।