ঘোষণা করা হল আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। ১৫ দিন ধরে পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবার। পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করেন ব্রাত্য বসু। জানিয়ে দেন আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ।
আরও পড়ুন - সন্দেশখালির ঘটনায় তৃণমূল থেকে বহিষ্কৃত শেখ শাহজাহান
এছাড়াও তিনি জানিয়েছেন, চলতি বছরে মোট ৪১ জনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রত্যেকের কাছেই মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।