মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) নির্দেশিকা প্রকাশ শিক্ষা সংসদের। প্রবেশের অনুমতি, অ্যাডমিট কার্ড ছাড়াও এবার পরীক্ষা হলে মানতে হবে কোভিড বিধি (Covid Guidelines)। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রয়োজনীয় দূরত্ব ও সঠিক স্বাস্থ্যবিধি মেনেই স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করতে হবে।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতি বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করা যাবে। পরীক্ষক যদি মনে করেন, কোনও পরীক্ষার্থী কোভিডের মতো রোগে আক্রান্ত, তাকে আলাদা বসানোর ব্যবস্থা করাতে পারেন। আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও সবার থেকে আলাদা রাখা হবে। তা আলাদা খামে ভরে পাঠাতে হবে উত্তরপত্র বিভাগের সহ সচিবের কাছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, সঠিক অ্যাডমিট কার্ড না থাকলে বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর খাতা বাতিল করা হবে। পরীক্ষা চলাকালীন স্কুলের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। কোনও অবাঞ্ছিত ব্যক্তির ঘোরাফেরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন: দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর
এবছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা।