দীর্ঘ টালবাহানার পর অবশেষে পশ্চিমবঙ্গে ঢুকছে পদ্মার ইলিশ। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই পেট্রোপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পাওয়া যাবে রুপোলি শস্য। শুক্রবার থেকে রাজ্যের খুচরো বাজারগুলিতে পাওয়া যাবে ইলিশ। বুধবার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে একথা জানানো হয়েছে। পুজোর আগে বাঙালির পাতে পড়বে ইলিশের বিভিন্ন পদ। কিন্তু কত দর হতে পারে বাংলাদেশের ইলিশের, তা জানা যায়নি।
বুধবার ইলিশ রফতানিতে আগেই ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর। এখনও পর্যন্ত, ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে মুহাম্মদ ইউনূস সরকার। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়ে প্রাথমিকভাবে, হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে রফতানি করা হবে ইলিশ মাছ।
পুজো পদ্মার ইলিশের দাম কত হবে!জানা গিয়েছে, বাংলাদেশের রফতানিকারকদের কাছে থেকে যে দামে ইলিশ পান, তার থেকে বেশি দাম দিতে হচ্ছে। তাই সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে পদ্মার ইলিশের দাম কী হবে, সেটাও প্রশ্ন।
গত কয়েকবছর বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েকবছর ধরে পুজোর আগে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পৌঁছতো। হাসিনা সরকার একে বলত, সৌজন্যের ইলিশ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ পাঠানো নিয়ে কঠোর অবস্থান নেয়। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করেছে সরকার।