দিন কয়েক আগেই এরাজ্যে টনটন পদ্মার ইলিশ (Hilsa Market) ঢুকেছে । কিন্তু, সে ইলিশ তো বিক্রিই হয় না । বাজারে গেলেই দেখা যাচ্ছে, মাছ ব্যবসায়ীরা রীতিমতো মাছি তাড়াচ্ছেন । ক্রেতারা আসছেন, দাম করছেন, তারপর মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন । পদ্মার ইলিশের যেখানে বিক্রিই নেই , সেখানে দিঘার ইলিশের কিন্তু তুলনামূলক বিক্রি বেশি । কেন এরকম হচ্ছে ?
ব্যবসায়ীরা জানাচ্ছেন, পদ্মার ইলিশের দাম বেশ বেশি । গতবারের তুলনায় প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে । ৬০০, ৭০০ গ্রামের ওজনের ইলিশই নাকি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা। এক কেজি বা তার বেশি ওজনের মাছের দাম ১৬০০ থেকে ১৮০০ টাকা। কোথাও আবার তা ২০০০ টাকা ছাড়িয়েছে । যার ফলে মধ্যবিত্তরা হাতই দিতে পারছেন না । এদিকে, দিঘার ১ কেজি ওজনের ইলিশ মিলছে ১০০০ টাকার মধ্যেই । সেকারণেই পদ্মার ইলিশের এবার সেভাবে কোনও বিক্রি নেই ।
আরও পড়ুন, Abhishek Banerjee: বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ তৃণমূলের, অভিষেকের অফিসের সামনে চিঠির পাহাড়
এদিকে, পদ্মার ইলিশ কিনে সমস্যায় পড়ে গিয়েছেন ব্যবসায়ীরা । অনেকে তো আবার বিক্রির জন্য কেনার দামের থেকে সস্তায় দিয়ে দিচ্ছেন মাছ । ফলে ব্যবসায় ভালই লোকসান হচ্ছে তাঁদের ।