আশ্চর্য সমাপতন। এবার জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE) মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই পরীক্ষার্থীর নামই এক। দুজনেরই নাম হিমাংশু শেখর (Himangshu Sekhar)। একজন হাওড়ার বালির বাসিন্দা। অন্যজন শিলিগুড়ির। এবার মাধ্যমিকেও প্রথম ও দ্বিতীয় স্থানে দুই পরীক্ষার্থীর নাম একই ছিল। রৌনক মণ্ডল (Raunak Mondal)। সেই একই ঘটনা এবার ঘটল জয়েন্টেও।
এবার জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশু শেখর। দিনে মাত্র ৭-৮ ঘণ্টা পড়াশোনা করতেন। স্বপ্ন আছে ইঞ্জিনিয়ার হওয়ার। আর অন্য সময়ে মুভি দেখতেন হিমাংশু। জয়েন্টে দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির ভানুনগরের হিমাংশু শেখর। নির্মাণ জ্যোতি বিদ্যা স্কুলের ছাত্র এই হিমাংশু। দুজনেই দুজনকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: 'অগ্নিপথ' নিয়ে দেশজুড়ে বিক্ষোভের জের, একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল
রেজাল্ট শুনে একটু দ্বিধায় পড়়েছিলেন ব্যারাকপুরের হিমাংশু। তিনি প্রথম না দ্বিতীয়, বুঝতে পারছিলেন না। পরে বিষয়টি স্পষ্ট হয়। শিলিগুড়ির হিমাংশুকেও শুভেচ্ছা জানান তিনি।