বদলে গিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভার 'অসুর'-এর চেহারা। বিতর্ক তৈরি হতেই প্যান্ডেলে পুলিশ আসে। লাগানো হয় চুল ও গোঁফ। এমনটাই দাবি পুজো উদ্যোক্তাদের। এরই প্রতিবাদে পুজো মণ্ডপের সামনেই অষ্টমীতে বিক্ষোভ শুরু করবেন তাঁরা। এমনই জানিয়েছেন, পুজোর উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী। ইতিমধ্যেই উদ্যোক্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইনি পথেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন চন্দ্রচূড় গোস্বামী।
গান্ধীজয়ন্তীর দিন রুবিতে হিন্দু মহাসভার দুর্গাপুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অসুরের মূর্তি টাক মাথা, সাদা ধুতি ও চোখে চশমা। অভিযোগ ওঠে, মহাত্মা গান্ধীর আদলে তৈরি করা হয়েছে অসুর। ওই মূর্তি ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। রবিবার উদ্যোক্তাদের দাবি, পুলিশ এসে 'জোর করে' ওই অসুরের মূর্তি বদলে দিয়েছে। ওই মূর্তির মাথায় চুল পরানো হয়েছে। গোঁফও দেওয়া হয়েছে। চশমাও খুলিয়ে দেওয়া হয়েছে।
উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে তাঁদের কাছে ফোন আসে। বলা হয়, গান্ধীজিকে নিয়ে এমন বিতর্ক করা যাবে না। গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। কসবা থানার পক্ষ থেকেও বলা হয়েছে, কেন্দ্র থেকে প্রচুর চাপ আসছে। নিজের অবস্থানে অনড় থেকে চন্দ্রচূড় বলেন, 'মূর্তিবদলের প্রতিবাদে পুজোমণ্ডপেই অবস্থান বিক্ষোভ চলবে।'