বাগুইআটির আমবাগান এলাকায় এক গৃহবধূর রহস্য মৃত্যু। ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম তিতাস নন্দী। শুক্রবার রাতে একটি বহুতলের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, বহুতলের ছাদ থেকে তিতাসকে ফেলে দেওয়া হয়েছে। নাগেরবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তিতাসে স্বামী কৌস্তভকে গ্রেফতার করা হয়েছে।
মাত্র কয়েক দিন আগে ডাক্তারের সঙ্গে বিয়ে হয়েছিল বেসরকারি সংস্থায় কর্মরত তিতাসের। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মাসের শেষেই তাঁদের আইনি বিবাহ হয়েছিল। কোনও সামাজিক অনুষ্ঠান হয়নি। কিন্তু বিয়ের পর থেকেই নিত্যদিন অশান্তি লেগে থাকত।
রাতেই দেহটি উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয় ময়নাতদন্তে। তিতাসের পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই তাঁকে হত্যা করেছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ, ঝামেলার জেরেই বহুতলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তিতাসকে। শুধু স্বামী কৌস্তব নয়, কৌস্তবের মা-বাবার শাস্তিও দাবি করেছেন তিতাসের বাড়ির লোকেরা।