কোন পরীক্ষা নিয়ে দিয়ে কলেজে চাকরি পেয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী ? রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে ঘনঘটার মধ্যে বৃহস্পতিবার চাকরির একটি প্রতিলিপির ছবি পোস্ট করে এই প্রশ্ন তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই অভিযোগ সটান উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পাল্টা তিনি জানিয়েছেন, বামফ্রন্ট আমলে নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। সম্প্রতি বাম আমলে চিরকুটে কাদের চাকরি হয়েছিল, তার একটা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর তৃণমূলের এই অভিযোগ।
রাজ্যে নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় এদিন আদালতে হাজিরা দেওয়ার আগেই রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম নিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, বাম আমলেই তাঁর কাছে লোক পাঠিয়ে চাকরির তদ্বির করেছিলেন সুজন চক্রবর্তী। পার্থর এই অভিযোগকে অবশ্য আমলই দেননি সিপিএম নেতা। সুজন চক্রবর্তী জানিয়েছেন, যে সময়ের কথা বলা হচ্ছে, সেইসময় পার্থ চট্টোপাধ্যায় কোথায় ? এই প্রশ্নটা তিনি পার্থ চট্টোপাধ্যায়কে একবার করতে চান।
কাকতালীয় ভাবেই একইদিনে গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজে সুজন চক্রবর্তীর স্ত্রী কী ভাবে চাকরি পেয়েছিলেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস। ওই চিঠিতে দেখা গিয়েছে ১৯৮৭ সালে ১ অগাস্ট গড়িয়ার ওই কলেজে যোগ দিয়েছিলেন সিপিএম নেতার স্ত্রী।