রাজ্যের শিক্ষা দুর্নীতির তদন্তে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড়া উদ্ধার করেছিল ইডি। অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কোথা থেকে এসেছিল ? এই প্রশ্ন শুনে ফের মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা জবাব, খুঁজে বার করুন। রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে নেমে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মোট ৪৮ কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। যা আলোড়ন ফেলে রাজ্য রাজনীতিতে।
সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তখনই এই প্রশ্ন ওঠে। তার জবাবে সংক্ষিপ্ত উত্তর দিয়ে বেরিয়ে যান পার্থ। প্রথমে অবশ্য রাজ্যের গ্রেফতার মন্ত্রী দাবি করেছিলেন, এই টাকা তাঁর নয়। অর্পিতা জানিয়েছিলেন, টাকা সম্পর্কে কিছু জানতেন না। সবটাই রাখতেন পার্থর কর্মচারীরা।
রাজ্যে নিয়োগ দুর্নীতিতে প্রথম গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গত বছর তাঁর নাকতলার বাড়ি থেকে দীর্ঘ জেরার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার পরেই অর্পিতা মুখোপাধ্যায়েরে দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনা সবাইকে চমকে দিয়েছিল।