এমনিতে তিনি স্থিতিশীল। তবুও রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু অসুবিধা এখনও রয়েছে বলে রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হাসপাতাল জানিয়েছে, জ্যোতিপ্রিয়র বাঁ-হাতে খানিক সমস্যা হচ্ছে। তিনি ঠিক মতো জোর পাচ্ছেন না। দুপুরের দিকে তাঁর ফের এমআরআই এবং সিটি স্ক্যান হওয়ার কথা। গোটা বিষয়টির উপর নজর রেখেছে ইডি।
ইতিমধ্যে হাসপাতালে গিয়ে এক বার মন্ত্রীর খোঁজ নিয়ে এসেছে ইডি। রবিবার আবার তারা হাসপাতালে যেতে পারে। মন্ত্রী কেমন আছেন, তা দেখতে যেতে পারেন ইডি আধিকারিক। সোমবার এ বিষয়ে আদালতে তাদের রিপোর্ট জমা দিতে হবে।
সোমবার মন্ত্রীর টিল্ট টেস্ট করা হতে পারে। চিকিৎসকদের সেই পরিকল্পনা রয়েছে। এটিও হৃদ্যন্ত্রের পরীক্ষা। হৃদ্রোগের সম্ভাবনা রয়েছে কি না, তা এর মাধ্যমে বোঝা যায়।