পুজোয় বৃষ্টি হলে কীভাবে সামলাবে কলকাতা পুরনিগম। আদৌও কতটা তৈরি তারা। সোমবার বেহালার পুজো উদ্বোধনে গিয়ে শহরবাসীকে আশ্বস্ত করে মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং জানান, বৃষ্টির জল দ্রুত নামাতে পুরনিগম সবরকমভাবে তৈরি রয়েছে। তারক জানান, লকগেট বন্ধ থাকলেও এখন থেকে চার ঘন্টার মধ্যেই জল নেমে যাবে। পাশাপাশি, যাদবপুর-বেহালার উদাহরণ টেনে তিনি জানান, আর এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।
সোমবার তিনি জানান, পুজোয় বৃষ্টির কথা ভেবেই ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে কলকাতা পুরনিগম। আগে ৬ মিলিমিটার পর্যন্ত জল নামানোর ব্যবস্থা থাকলেও এখন তা বেড়ে হয়েছে ১৫ মিলিমিটার। মুলত ভারী বৃষ্টি হলেও, চার ঘন্টার মধ্যেই জল নেমে যাবে বলেই আশাবাদী মেয়র পারিষদ।
পুজোর আগে উত্তরবঙ্গ ভাসলেও দক্ষিণে তেমনভাবে বৃষ্টি হয়নি। সোমবার আলিপুরের উপ-মুখ্য নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তমী থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আবার ৩ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ৪-৫ অক্টোবর থেকে বাড়বে বৃষ্টি।