কোনও ভিডিও থেকে তেরো হাজার, কোনওটা থেকে পঁচিশ হাজার টাকা! এভাবে ইউটিউবে ভিডিয়ো পোস্ট করে উপার্জন করতেন রোদ্দুর রায়। তাঁর সেই ভিডিয়োর অনেকটা জুড়ে থাকত গালিগালাজ। দেখতেন প্রচুর লোক, আর সেই সুবাদে রোদ্দুরের পকেটে ঢুকত হাজার হাজার টাকা। বিশিষ্টদের মতে, দ্রুত জনপ্রিয়তা আর আয় বাড়াতে রোদ্দুর তথা অনির্বাণ রায় বেছে নিয়েছিলেন এই পন্থা। রোদ্দুর রায় (Roddur Roy) নাম নিয়ে করা তাঁর ইউটিউব, ফেসবুকে পোস্টগুলি যথেষ্ট জনপ্রিয় ছিল। হাজার হাজার ভিউ ছিল সেই পোস্টগুলির।
বাঙালি ইউটিউবাররা(Bengali Youtubers on Roddur Roy) বলছেন, সাধারণত বাংলা আঞ্চলিক ভাষা হওয়ায়, বাংলা ভাষায় ভিডিও তৈরি করলে রোজগার কম। যে কারণে রোদ্দুর রায় ভিউ বাড়াতে তাঁর ভিডিওতে প্রচুর ইংরেজি কথাও বলতেন। এভাবে তিনি চেয়েছিলেন জাতীয় স্তরেও তাঁর ভিডিওর দর্শক বাড়ুক।
আরও পড়ুন- Roddur Roy : চেতনা বিজ্ঞানে গবেষণা, জড়িয়েছেন একাধিক বিতর্কে, কে এই রোদ্দুর রায় ?
রোদ্দুর রায়ের ভিডিয়ো গড়ে দু’লক্ষ, আড়াই লক্ষ জনতা শুনতেন। অনেকের মতে তিনি ইচ্ছাকৃতভাবেই টার্গেট করতেন বিখ্যাত লোকেদের। তাঁদের সমালোচনার সময় অশ্রাব্য গালিগালাজ ব্যবহার করতেন। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi), থেকে শুরু করে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামও(Kazi Nazrul Islam) বাদ যাননি তাঁর আক্রমণ থেকে। রবীন্দ্র সংগীত থেকে শুরু করে সাধারণতন্ত্র দিবসের সমালোচনার করেও এর আগে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।