ঐতিহাসিক ব্রিগেডে রবিবাসরীয় চমক তৃণমূলের। নিজের বক্তৃতার শুরুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ব্রিগেডে একটা চমক আছে। ততক্ষণে অবশ্য সেই চমক বোঝা গিয়েছিল। কারণ, তৃণমূলের সভার বেশ খানিকক্ষণ আগেই সামনে এসেছিল প্রার্থী তালিকা ঘোষণার কথা।
রাজনৈতিক মহলের দাবি, বরং চমক ছিল প্রার্থী তালিকা ঘোষণার সময়। বিশেষ করে বহরমপুরের প্রার্থীর নাম ঘোষণার সময় কার্যত চমকে যায় বঙ্গ রাজনীতি। ঘোষণা করা হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম। কিন্তু কী ভাবে তৃণমূলের এলে ভাদোদরার এই বাসিন্দা।
ওয়াকিবহাল মহলের মতে, ইউসুফকে তৃণমূলে টানতে উদ্যোগী হয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। রাজনৈতিক মহলের দাবি, এই বড় চমক নাকি সম্পন্ন হয় ব্রিগেডের জনসভার ঠিক আগেই।