আদিবাসী সংগঠনের মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হাওড়া ব্রিজ। শুক্রবার সকাল থেকে এই মিছিল শুরু হয়েছে। যাওয়ার কথা ধর্মতলায়। এই মিছিল কখন শেষ হবে তা জানা যাচ্ছে না। তার জেরে অফিস টাইমে নাকাল নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার হাওড়ায় এসে উপস্থিত হয়েছেন সংগঠনের সদস্যরা। এদিন সকাল ৯টা থেকে এই মিছিল শুরু হয়েছে। তার জেরে সেতুতে আটকে পড়েন নিত্যযাত্রীরা।
কুড়মি-মাহাতোরা চাইছেন জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে। রাজনৈতিক মদতও পাচ্ছে তারা। তারই প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্স’। যে সংগঠনের মধ্যে রয়েছে বিভিন্ন আদিবাসী সংগঠন। শুক্রবার সকালে একটি সভাও রয়েছে তাদের।