ধর্মতলায় জোকা-এসপ্ল্যানেড রুটের প্রান্তিক স্টেশন তৈরির জন্য ময়দান মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটে কবে থেকে মেট্রো ছুটবে সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে এক লাইনে গেঁথে ফেলা যাবে দুই প্রান্তিক স্টেশন— সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান। সব ঠিক থাকলে, মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
Jadavpur University-UGC: যাদবপুরের উত্তরে 'সন্তুষ্ট' না হওয়ায় ১২ প্রশ্ন পাঠাল ইউজিসি
জোর কদমে চলছে স্টেশন নির্মাণের কাজ। এর আগে ময়দান মার্কেট সরানো নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু স্থানীয় দোকানদারদের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। পরে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার হস্তক্ষেপে জট কাটে। সেনাবাহিনীও জানিয়ে দেয়, ময়দান একাকায় মেট্রোরেলের কাজে তাদের কোনও আপত্তি নেই।