আগামী ১৫ মার্চ থেকেই চালু হয়ে যাচ্ছে গঙ্গাগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রো। গত ৬ মার্চ এই মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরও করেন তিনি।
শনিবার মেট্রোর রেলের জেনারেল ম্যানেজার জানালেন, আগামী শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য গঙ্গাগর্ভের এই মেট্রো পথ চালু হয়ে যাবে। নদীর উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট। জোড়া সুড়ঙ্গের মাঝখান থেকে ছুটবে মেট্রো। ৫২০ মিটার সুড়ঙ্গ পথ পার হওয়ার সময় যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে নীল এলইডি আলো বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। দেড় মিনিটের কম সময় গঙ্গাগর্ভের পথ পেরোনো যাবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটে সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে। রাত ৯টা ৪৫ পর্যন্ত চলবে মেট্রো। রবিবার কোনও মেট্রো পরিষেবা থাকবে না।