১২ মিনিট অন্তর চলবে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। আপাতত দুদিক থেকেই দুটি রেক চলবে। বুধবার এমনই জানিয়েছেন KMRCL-এর MD ভিকে শ্রীবাস্তব। ডিসেম্বর থেকেই এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু হবে আগামী বছর জুন মাসে।
রাজ্যের অন্যান্য রুটের মেট্রো পরিষেবার কাজ এত কম গতিতে কেন। তা নিয়েও এদিন ভিকে শ্রীবাস্তব জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ দ্রুত শুরু হবে। এই প্রকল্পে ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। রাজ্য এখনও তা নিয়ে আগ্রহ দেখায়নি। রাজ্য জানিয়েছে, তাঁদের কোষাগারে টাকা নেই।
আরও পড়ুন: বদলাতে হলে বিশ্ববিদ্যালয়ের নাম বদল হোক, বগুলার হাসপাতালের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের
মেট্রোর পক্ষ থেকে পুরো প্রকল্পের অর্থের জন্য রেলবোর্ডের কাছে আবেদন করা হবে। এই ৬.৫ কিলোমিটার মেট্রোর প্রকল্পের খরচ প্রায় ২৩৬৫ কোটি টাকা।