কালী পুজার আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। কলকাতা, নিউটাউন-সহ বিভিন্ন এলাকা থেকে ১ হাজার কেজিরও বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কলকাতা থেকে মেদিনীপুরে নিষিদ্ধ আতসবাজি পাচার হওয়ার আগেই মোট ৮৪০ কেজি বাজি-সহ পরিবহণ সংস্থার মালিককে গ্রেফতার করেছে পোস্তা থানার পুলিশ।
বড় বাজারের কালী কৃষ্ণ ঠাকুর স্ট্রিট থেকে মেদিনীপুরে নিয়ে যাওয়ার জন্য এই বিপুল পরিমাণে বাজি পাচারের চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে পোস্তা থানার পুলিশ গভীর রাতে সেখানে হানা দেয়। উদ্ধার হয় ২৮ বাক্স নিষিদ্ধ আতসবাজি। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পোস্তা থানার পুলিশ।
অন্যদিকে, বড়বাজার ছাড়াও প্রায় ২০০ কেজি বাজি উদ্ধার হয়েছে নিউটাউনে। পুলিশ সূত্রে খবর, নিউ টাউন থানা এলাকার জ্যোতি নগরের একটি বাড়িতে কালী পুজো উপলক্ষে বিক্রির জন্য প্রচুর বাজি মজুত করা হয়েছিল। সেখানেই হানা দেয় পুলিশ।
বাজি মজুতের অপরাধে গ্রেফতার করা হয় ২ জনকে। শুক্রবার ধৃতদের বারাসত কোর্টে তোলা হয়। প্রায় ৫০ কেজি বাজি উদ্ধার হয়েছে যাত্রাগাছি এলাকা থেকেও। বাজি মজুত করার জন্য সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।