দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ধরে রাখতেই সম্প্রতি শহরের কেন্দ্রীয় সংশোধনাগারটিকে নতুন চেহারা দিয়ে বানানো হয়েছে সংগ্রহশালা। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তার ক্যাফের মেনুই এখন তিলোত্তমার চর্চার কেন্দ্রে। কোনও প্ল্যাটারের নাম 'বিবিডি প্ল্যাটার', কোনওটা আবার 'সাঁওতাল বিদ্রোহ', 'সিপাহী বিদ্রোহ'!
হরেক পদের নাম লেখা একটি মেনু কার্ডের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সে ছবির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। তবে স্বাধীনতা সংগ্রামীদের নামে খাবারের পদের নাম, থালির নাম কেন? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। বিগত কয়েকদিন ধরে এর প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন অনেকেই।
Tolly stars in Europe: স্বস্তিকা-ঐন্দ্রিলা-সন্দীপ্তা... ইওরোপে মজেছেন টলিপাড়ার তারকারা
কেউ বলছেন সবকিছুকেই পণ্য বানানো হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে, এবং আমরা তা কিনছি। কেউ বলছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা, তাঁদের দেশপ্রেমকে এতটা নীচে নামানো হল!