পুজোর বৈঠকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, সুজিতের শ্রীভূমির পুজোর জন্য যদি বিমানবন্দর যাওয়ার রাস্তায় যানজট হয়, তাহলে তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু বাস্তবে মহালয়ার দিন থেকেই ভিড় উপচে পড়েছে শ্রীভূমিতে৷ রবিবার ভিড় আরও বেড়েছে। তীব্র যানজট ভিআইপি রোড, যশোর রোড থেকে লেকটাউন আসার রাস্তা, এমনকি ইএম বাইপাসেও৷
মণ্ডপ উদ্বোধনের পর থেকেই ঠিক যেন অষ্টমীর সন্ধ্যার মতো ভিড় শ্রীভূমিতে৷ তার মধ্যেও যান চলাচলের গতি ঠিক রাখতে উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী ছোট গাড়িকে ভিআইপির মূল রাস্তা ধরে পাস করাচ্ছিল পুলিশ। বাস, অটো পাস করানো হচ্ছিল থার্ড লেন দিয়ে। ফলে সেখানে যান চলাচলের গতি ছিল অত্যন্ত ধীর। সমস্যা বাড়িয়ে যশোর রোড থেকে ভিআইপি লেকটাউনে আসার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল যানজটে।
রবিবারও তীব্র যানজট। গাড়ি চলাচলের গতি কমেছে ইএম বাইপাসেও। লেকটাউন এলাকা এবং ইএম বাইপাসে অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে৷ সেই কারণে পুলিশের পক্ষ থেকে বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে নিউটাউন ধরে এয়ারপোর্টে যেতে বলা হয়েছে।