এ বছর দুর্গাপুজোর নির্ঘন্ট হাতে পেয়েই মুখ গোমড়া হয়েছিল অনেকের। অষ্টমী নবমী একইদিনে। অর্থাৎ অষ্টমীর সকাল মিশছে নবমী নিশিতে। যে চারটে দিনের জন্য এতো অপেক্ষা, আয়োজন, সেখান থেকে আস্ত একটা দিন বাদ! কিন্তু বাস্তবে বোঝা গেল, তিথি মেনে সপ্তমী থেকে দশমীর মধ্যে উৎসবের মেজাজ থেমে থাকে না। দশমী, অর্থাৎ শনিবার বহু মণ্ডপেই ঘট বিসর্জন হয়েছে। তবু সন্ধে নামতেই মণ্ডপে মানুষের ভিড় কেবলই বেড়েছে।
দক্ষিণ কলকাতার থিম পুজোর মণ্ডপের ভিড় দেখে বোঝার উপায় নেই, আজ দশমী। ত্রিধারা, সিংহী পার্ক, যোধপুর পার্কের মণ্ডপের বাইরে ষষ্ঠী সপ্তমী অষ্টমীরচেয়ে দশমীর ভিড় কোনও অংশেই কম নয়। চলতি বছর মহালয়াতেই সব বড় মণ্ডপে পুজোর উদ্বোধন হয়ে গিয়েছিল। তৃতীয়া থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল শহরের একাধিক নামী পুজোয়।
শনিবার শহরের বেশিরভাগ বড় পুজোতেই পুজোর বাকি দিনের মতোই ভিড়। বহু পাড়ার পুজোতেও সিঁদুর খেলা পর্যন্ত হয়নি শনিবার। একাদশী রবিবার ছুটির দিন পড়ায় দশমীতে নবমী নবমী ভাব গোটা কলকাতাজুড়েই। পুজোর কার্নিভাল আগামী ১৪ অক্টোবর, সোমবার। তাই রবিবারও নামী মণ্ডপগুলোয় ভিড় হওয়ার সম্ভাবনাই বেশি।