সোমবার বিধ্বংসী আগুন (Fire) লাগল যাদবপুরে আইআইসিবিতে। ঘটনাস্থলে গেল দমকলের ১৩টি ইঞ্জিন।
এদিন বেলা পৌনে বারোটা নাগাদ আগুন লাগল ইন্ডিয়ান ইন্সস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি (IICB)-এর রসায়নের গবেষণাগারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৩ টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সংস্থার কর্মীরা জানিয়েছেন দুপুর পৌনে বারোটা নাগাদ আইআইসিবি গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে।
আরও পড়ুন: Bharat Bandh: প্রেসিডেন্সিতে উপাচার্যকে বাধা, যাদবপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ধর্মঘটীদের
দমকলের পাশাপাশি ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। আচমকা রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী, গবেষক ও কর্মীদের মধ্যে। আগুন লাগার সময় ওই গবেষণাগারের ভিতরে কেউ ছিলেন না বলে জানিয়েছে সংস্থার কর্মীরা। গবেষণাগারের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দমকলের প্রাথমিক অনুমান, গবেষণারের ভেতরে থাাকা কোনও সিলিন্ডার ফাটায় এমন শব্দ হয়।