বড়দিনের (Christmas) রাতে ভিড়ে ভাসল পার্ক স্ট্রিট। করোনা (Coronavirus) সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ উড়িয়ে পথে নামলেন হাজার হাজার মানুষ।
সতর্কতার ছিটেফোঁটাও নজরে পড়েনি ২৫ ডিসেম্বরের রাতে। রাজ্যজুড়ে ফেস্টিভ মুড। পার্ক স্ট্রিট (Park Street), বো ব্যারাক থেকে লেকটাউন- সর্বত্রই বিপুল জনস্রোত। বড়দিনের (Christmas) আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। এরপর সামনের সপ্তাহেই বর্ষশেষ ও বর্ষবরণের সেলিব্রেশন।
হই-হুল্লোড়ের মাঝে দেখা গেল কোভিড বিধি লঙ্ঘনের চেনা ছবি। কেউ অবলীলায় ঘুরছেন মাস্ক (Mask) ছাড়া। কোথাও ঘুচে গিয়েছে সোশাল ডিসট্যান্সিং (Social Distancing)। ভিড়ের চাপে কার্যত নাভিশ্বাস উঠেছে পার্ক স্ট্রিটের।
Christmas 2021: বড়দিনে সন্ধে নামতেই পার্ক স্ট্রিট যেন পুজোর অষ্টমী, যান সামলালো পুলিশ
রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। দৈনিক করোনা সংক্রমণও উদ্বেগজনক।।বড়দিনের রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরণ সংক্রান্ত বড় ঘোষণা করেছেন। কিন্তু কলকাতা প্রমাণ করল, তার এসবে কোনও হেলদোল নেই।